Dhaka Internationa Marathon 2025 Results | ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন ২০২৫ এর ফলাফল প্রকাশ

 প্রকাশিত হলো ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন ২০২৫ এর ফলাফল। গত ৮ ফেব্রুয়ারি ঢাকার ৩০০ ফিট এ আয়োজিত হয় এই ইভেন্ট। বাংলাদেশ সেনাবাহিনী এর আয়োজনে প্রায় ১০ হাজার দৌড়বিদ অংশগ্রহন করে এই প্রতিযোগিতায়। মূলত ৩ টি ক্যাটাগরিতে - ১০ কিমি, ২১.১ কিমি এবং ৪২.২ কিমি আয়োজিত হয় এই দৌড় প্রতিযোগিতা। 

ফলাফল লিঙ্কঃ Race Results

এই প্রতিযোগিতা অফিসিয়াল ফলাফল এর জন্য অধীর আগ্রহে ছিলেন প্রতিযোগীরা। সার্ভার এর ত্রুটির কারনে ফলাফল পেতে কিছুটা দেরি হয়। উপরের লিঙ্কে, নিজের বিব নাম্বার দিয়ে দেখা যাবে বিস্তারিত ফলাফল। 


#DhakaInternationalMarathon #DIM #RaceResults #BDMarathon




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ