About us

স্বাগতম বিডি ম্যারাথন-এ!

আমরা বাংলাদেশে এমন একটি কমিউনিটি তৈরি করতে চাই, যারা খেলাধুলা পছন্দ করেন, বিশেষ করে দৌড়। আমরা জানি, দৌড় এমন একটি খেলা যা খেলার জন্য আলাদা মাঠ, সহকারি খেলোয়াড়, দামি কোন ইকুইপমেন্ট বা সময়ের প্রয়োজন নেই। এটি যেকোনো বয়সী, যেকোনো সময়, যেকোনো জায়গায় খেলা যায়। 
দৌড়  বাংলাদেশে এখন খুবই জনপ্রিয় একটি খেলা। এর অন্যতম কারন, টিন এইজ থেকে বৃদ্ধ সবাই এই খেলায় অংশগ্রহন করতে পারে এবং ইদানীং দৌড়ের ইভেন্ট গুলো। দৌড় জনপ্রিয় করতে এই ইভেন্ট গুলো দারুন ভুমিকা পালন করছে, এজন্য সকল ইভেন্ট অরগানাইজার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। 

সুস্থতা সৃষ্টিকর্তার বিশেষ আশীর্বাদ, সুস্থ থাকার জন্য নিয়মিত দৌড় বা হাঁটার মত সহজ কাজ আর হতে পারেনা। তবু আলসেমি করে হোক, যথাযথ সঙ্গির অভাবে হোক, সময়ের অভাবেই হোক অথবা অনুপ্রেরনার অভাবে আমাদের সুস্থ থাকার জন্য এই সহজ কাজটিই নিয়মিত করা হয়ে উঠে না।

আমরা এই কমিউনিটি এর মাধ্যমে একে অপরকে অনুপ্রানিত করবো, অভিজ্ঞদের টিপস নিবো এবং দৌড়াবো। #BDMarathon

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ